# Tags

যেভাবে আমরা স্বৈরাচার ফেসিবাদের পতন ঘটিয়েছিলাম, এবারের যাত্রা দেশ গঠনের-নাটোরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নাটোর প্রতিনিধি-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফেসিবাদ হটাতে সক্ষম হয়েছিলাম ।

তিনি আরো বলেন,বন্ধুগণ ২০২৪ এর গণঅভ্যুত্থানে যেভাবে আমরা স্বৈরাচার ফেসিবাদের পতন ঘটিয়েছিলাম। আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের। কারণ আমরা স্পষ্ট ভাবে বলেছি প্যাসিবাদের পতন হলেই হবে না। যে সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার

সোমবার(৭ জুলাই) নাটোর শহরের মাদ্রসা মোড় স্বাধীনতা চত্ত্বরে পথ সভায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে সেই তরুণদের এই ছাত্র জনতার আহবানে যারা কোন অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। ছাত্রজনতা একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেই তরুণরা এখন একটি দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদের সহযোগিতা করুন। এই ছাত্রজনতার পাশে এসে দাঁড়ান। আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আপনার যেভাবে ফেসিবাদের পতন ঘটেছিলাম সেই একইভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

এনসিপি উত্তরবঙ্গের মূখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, আগামী দেশ গঠনে আমরা রক্ত দিব আমরা বিশ্বাস করি প্রতিজ্ঞা, আমাদের আগামী বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সহ
কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। জুলাই পদযাত্রা রাজশাহী বিভাগে বগুড়া, নওগাঁ , চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে আজ দুপুরে নাটোরে প্রবেশ করে। শহরে বিভিন্ন সড়ক হয়ে মাদ্রাসা মোড়ে এসে শেষ করে । পরে শহরের মাদ্রাসা মোড় একপথ সভায় মিলিত হয়।