# Tags

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বিক্রি আদালতের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

মো.সাইফুল ইসলাম খোকন , চকরিয়া (কক্সবাজার).
কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে খাবার হোটেল মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
গতকাল সোমবার (৭ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকার বেশকটি রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।
এসময় আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অভিযোগে হোটেল মালিকদেরকে ১৯ হাজার টাকা ও সরকারি লাইসেন্স বিহীন স্ট্যাম্প বিক্রির অভিযোগে এক দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভুমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ বলেন, চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকার বেশকটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ভোক্তা সাধারণের কাছে বিক্রির অভিযোগ উঠে। বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব উপজেলা হাসপাতালের স্যানেটারী পরিদর্শক ও চকরিয়া থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে উল্লেখিত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এসময় আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিকদের ১৯ হাজার টাকা এবং একটি লাইব্রেরিতে সরকারি লাইসেন্স ছাড়া স্ট্যাম্প বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছেন

আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, অভিযানকালে অর্থদন্ডের পাশাপাশি অভিযুক্ত রেস্টুরেন্ট গুলোকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও বিপননের ব্যবস্থা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীতে এসব হোটেল রেস্তোরাঁয় আদালতের অভিযান ও জেল-জরিমানা অব্যাহত থাকবে। ##