# Tags

ভালুকায় বিনোদন পার্কে শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিলেন উপজেলা প্রশাসন

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বিনোদন পার্কে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন।

সরকারি নির্দেশনা অনুযায়ী সম্প্রতি জারি করা এক পত্রে বলা হয়, “ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পার্ক চলাকালীন সময়ে কোনোভাবেই অবিবাহিত যুগলকে পার্কে প্রবেশ বা অবস্থান করতে দেওয়া যাবে না। স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের পার্কে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়া, পার্কে কোনো অপ্রীতিকর অবস্থায় কাউকে অবস্থান করতে দেওয়া যাবে না।”

পত্রে আরও বলা হয়, “উক্ত নির্দেশনা লঙ্ঘন করলে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা মোতাবেক অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের বলেন,”এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। যদি কেউ অমান্য করে, পার্ক পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার শিথিলতা সহ্য করা হবে না।”

প্রশাসনের এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। সচেতন মহলের মতে, এই উদ্যোগে শিক্ষার্থী ও যুব সমাজের শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক পরিবেশ সুরক্ষিত রাখতে সহায়তা করবে।