কালীগঞ্জে জনসংখ্যা দিবসে তারুণ্যের ক্ষমতায়নে আলোচনা সভা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সচেতনতা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সহজ হবে। আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি যুব সমাজকে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সেবা প্রদানকারী কেন্দ্র ও ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির মূল লক্ষ্য—জনসংখ্যা বৃদ্ধি ও এর বহুমাত্রিক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবার পরিকল্পনার মাধ্যমে একটি ন্যায্য ও সম্ভাবনাময় সমাজ গঠন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































