# Tags

গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি -মব সন্ত্রাসের মাধ্যমে সারাদেশে বিশৃংঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই সোমবার পৌর শহরের জেলা বিএনপির কার্যালয় থেকে কর্মসূচি শুরু করে বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলটি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা সাধারণ সম্পাদক মাহমুদুনবী টুটুল।

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শাহিন এর পরিচালনা এসময় আরো বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল,ওয়ালিদ শাকিল সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন। এসময় বিএনপি,অন্যান্য অঙ্গসংগঠনের ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।