চকরিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি.-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে চকরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪ টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে প্রধান চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক।
উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা সফল করতে গতকাল বিকাল তিনটা থেকে পৌরসভার সিষ্টেম কমপ্লেক্সের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে জমায়েত হয়ে বিশাল সমাবেশে রূপ ধারণ করে।
বক্তৃরা বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের আন্দোলন বিগত ১৬ বছর ধরে আন্দোলন করেছি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু একটি গুপ্ত সংগঠন ও রাজাকারের গোষ্ঠীরা বিভিন্ন ইস্যু সৃষ্ঠি করে সেই নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাই।এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর উদ্বৃতি দিয়ে বলেন,আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোট হতে পারে এনসিপির সাথে, কোন রাজাকারের সঙ্গে নয়।
প্রতিবাদ সভা আগে সিষ্টেম কমপ্লেক্স থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জনতা শপিং কমপ্লেক্সে সামনে উপজেলা বিএনপির আহবায়কের সমাপনী বক্তব্য শেষে মিছিল ও প্রতিবাদ সভার সমাপ্তি হয়।
এতে চকরিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































