# Tags

ছাত্রদলের বেঁধে দেয়া সময়ে রাঙামাটি থেকে পালিয়েছে এনসিপি নেতৃবৃন্দ

আলমগীর মানিক,রাঙামাটি-রাঙামাটি জেলা ছাত্রদল কর্তৃক বেঁধে দেওয়া ১০ মিনিট সময়ের মধ্যেই এনসিপি নেতৃবৃন্দ রাঙামাটি ছেড়ে চলে যাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির।

সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ করতে থাকেন জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমাবেশ স্থলের দিকে যেতে বাধা দিলে তারা এনসিপি নেতৃবৃন্দকে চলে যাওয়ার জন্য প্রশাসনের মাধ্যমে ১০মিনিট সময় বেঁধে দেয়। ১০ মিনিট সময় শেষ হওয়ার আগেই এনসিপি নেতৃবৃন্দ তাদের কর্মসূচী শেষ করে সমাবেশস্থল ত্যাগ করে।

ছাত্রদল সভাপতি ফারুক হোসেন সাব্বির জানান, বিএনপি নেতা তথা কক্সবাজারের আপামর জনসাধারনের অতিপ্রিয় নেতা সালাউদ্দিন আহম্মেদকে নিয়ে যে করুচিপূর্ন অসভ্য বক্তব্য দিয়েছে সেই বক্তব্য রাঙামাটির ছাত্রসমাজ প্রত্যাক্ষ্যান করেছে।

তাই আমরা রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে এনসিপি নেতাদেরকে ১০ মিনিট সময় বেঁেধ দিয়ে রাঙামাটি ত্যাগ করার দাবি জানিয়েছিলাম। তাদের ধন্যবাদ জানাই তারা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই ১০ মিনিটের আগেই রাঙামাটি ত্যাগ করে পালিয়েছে।

এরআগে রোববার(২০ জুলাই) দুপুরে একটার দিকে এনসিপির নেতা-কর্মীরা রাঙামাটি পৌঁছে শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রা শুরু করে বনরূপা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির রাঙামাটি আগমনের কারণে জেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় কাঠালতলী মোড়ে পুলিশ আটকে দেয়। এসময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে নেতা-কর্মীরা। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করেন নাগরিক কমিটির নেতারা।