# Tags

নাটোরের সিংড়ায় মহাসড়কের পাশ থেকে নিখোঁজের এক দিনপর বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নিংগইন বালুভরা এলাকা থেকে বেলাল হোসেন (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২২ জুলাই) বিকেল ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল থেকে নিখোঁজ ছিলো বলে জানিয়েছে বেলালের পরিবার।

স্থানীয়রা ও পুলিশ জানান, মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর কারন জানা যায়নি। তেমন কোনো চিহ্ন চোখে পড়েনি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। বিকেলে লাশ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।