# Tags

“জলবায়ু সচেতনতায় ভালুকায়  শামলাশাহ’ স্কুলের  ব্যতিক্রম আয়োজন”

মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে শামলাশাহ বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন ও প্রতিকার বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিদ্যায়ের সভাপতি ইমরুল কায়েস, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ হুজ্জাতুল ইসলাম, ধীতপর ইউপি ২নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দীন,শিক্ষানুরাগী আশরাফুল আলম গোলাপ,মোঃ মাহবুল সরকার, সাবেক শিক্ষক শাহজাহান  ফকির।

 এছাড়া শিক্ষক-শিক্ষিকা, ককর্মচারী , অভিভাবক ও শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সভাপতি ইমরুল কায়েস তাঁর বক্তব্যে বলেন“পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতিজ্ঞা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষায় শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগাও, পরিবেশবান্ধব জীবনচর্চা করো।”

প্রধান শিক্ষক মোঃ হুজ্জাতুল ইসলাম বলেন,“শিক্ষার আসল উদ্দেশ্য হলো মানুষ হওয়া। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ছাত্র-ছাত্রী না হয়ে ভালো মানুষ হোক। তারা যেন প্রকৃতির বন্ধু হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে শিক্ষা, সচেতনতা ও দায়িত্ববোধ একত্রে প্রয়োজন।”

আলোচনা সভা শেষে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ে বিভিন্ন শ্লোগান ও ব্যানার নিয়ে র‌্যালিও প্রদর্শন করে। পুরো অনুষ্ঠান জুড়ে পরিবেশবান্ধব চেতনা ও আগামী দিনের প্রজন্মের দায়িত্বশীল ভূমিকা ফুটে ওঠে।