সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের ত্রি-বার্ষিক নির্বাচন: ৫ পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের ত্রি-বার্ষিক নির্বাচনে ৫টি পদের জন্য বিপরীতে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ৩১ জুলাই থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রির পর শনিবার ২ আগস্ট ২০২৫ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই পর্যন্ত ৫টি পদের বিপরীতে মোট ৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। তবে ২ আগস্ট শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুকের কাছে ৫টি পদের জন্য ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
রোববার৩ আগস্ট সকাল ১১টায় এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এই নির্বাচন ঘিরে দিনাজপুর সাংবাদিক মহলে বেশ আগ্রহ দেখা দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































