# Tags

কুলিয়ারচরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাও. মুহাম্মদ রফিকুর রহমান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র মা মিনা ও শহিদ মো. মাহমুদুল হাসান জয় এঁর পিতা মো. মিজানুর রহমান নাহিদ, জুলাই যোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মসিউর রহমান, বায়তুল মাল সেক্রেটারি প্রভাষক মাও. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক নাজমুল হোসেন মুকুল, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মো. লোকমান হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হৃদয় হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে জুলাইয়ের বিভিন্ন ঘটনার ভিডিও চিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ ও শহিদ মো. মাহমুদুল হাসান জয় সহ সকল জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম (ভারপ্রাপ্ত) মুযযাম্মিল হোসাইন।
এসময় জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে উপজেলার বাজরা বাসস্ট্যান্ডে জুলাই চত্বর অথবা জুলাই স্তম্ভ তৈরির দাবী জানান।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া সামাজিক কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।