# Tags

পঞ্চগড়ে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি-গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর নৃশংস হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার গণমাধ্যমকর্মীরা।

রোববার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। জেলার সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সফিকুল আলম, মোশারফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন রণিক, সাইদুজ্জামান রেজা, ইনসান সাগরেদ, আবু নাঈম, শাহজালাল ও বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।

এ সময় বক্তারা বলেন, সরকার এসেছে সরকার গেছে কিন্তু সাংবাদিক নির্যাতন বন্ধ হয়নি। সাংবাদিক সুরক্ষা আজও নিশ্চিত হয়নি। অভাব অনটন মাথায় নিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরছেন, অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসবাদ তুলে ধরছেন তাদেরকেই পড়তে হচ্ছে হুমকির মুখে। দিন দুপুরে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের। অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন গত এক বছরে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা প্রত্যাশা করা হলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। সাগর রুনিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে না পারায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই। তাই সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত ন্যায় বিচার নিশ্চত করাসহ সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। #