ভালুকায় ৪৩ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ওসির কঠোর হুঁশিয়ারি
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় পুলিশ বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই (নিঃ) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জামিরদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো—গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), মোঃ নাবিল হোসেন ওরফে নবীর ছেলে
২। মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), মোঃ মফিজ উদ্দিনের ছেলে ৩। মোঃ রফিকুল ইসলাম (২৭), মোঃ রফিকুল ইসলামের ছেলে ৪। মোঃ নাঈম খান (২৫)।
তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ-১৬/০৮/২০২৫ ইং) দায়ের করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন,“মাদক কোনোভাবেই সমাজে স্থান পাবে না। মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ভালুকাকে মাদকমুক্ত করতে পুলিশ সবসময় সর্বোচ্চ তৎপর রয়েছে।”
পুলিশের কঠোর নজরদারির ফলে ভালুকায় মাদক চক্রের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































