কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পরম ব্রহ্ম, লীলা পুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এই বিশ্বাসকে ধারণ করেই কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিকার সকাল ১১টায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কটিয়াদী পশ্চিমপাড়া শ্রী শ্রী লক্ষী নারায়ন জিউর আখড়া থেকে শুরু হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শোভাযাত্রাটি উদ্বোধন করেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
শোভা যাত্রা শুরু হওয়ার আগে জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট কটিয়াদী শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শ্রী শ্রী লক্ষী নারায়ন জিউর আখড়ার সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে এবং মধুসূধন সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল। বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল রায়, বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট কটিয়াদী শাখার সভাপতি দিলীপ কুমার সাহা, গোপিনাথ মন্দিরের সভাপতি স্বপন কুমার সাহা। উপস্থিত ছিলেন, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইলিয়াস আলী, সাধারন সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান প্রমূখ।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তিসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা। অনেক শিশু তাদের বাবা-মায়ের কাঁধে-কোলে চড়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































