ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের মতবিনিময় ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, সাবেক এমপি প্রয়াত সৈয়দ মুঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
তিনি বুধবার (২০ আগষ্ট ‘২৫) বিকেল ৫টায় স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয় আম ফাউন্ডেশনে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় শেষে উপজেলার সদর ইউনিয়নের বাচ্চামারীহাট, ফুটানীবাজার, আলালপুর, শিকারীসহ গুরুত্বপূর্ণস্থানে তিনি গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাচোল সুইটি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, সামনের দিনগুলিতে উন্নয়নের ধারা বদলাতে সৈয়দ আতাউর হোসেন মিলন তার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাঠে থাকবেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজাসহ উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।
তিনি আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩১ দফা দাবী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন বলে উপজেলা বিএনপি অফিস সূত্রে জানিয়েছেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































