কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ আগষ্ট বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
সম্মেলনে সভাপতিত্ব করেন
বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষকে নিয়ে বেশি টানাটানি করলে মানুষ আর, মানুষ থাকে না ,মানুষ ফেরাউনে পরিণত হয় । এখন আবার হাসিনাকে নিয়ে শুরু করেছে বক্তব্য কি আপা,আপনি মানেই হযরত , আপনার মাঝেই বরকত। তিনি আরো বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। নইলে তাকে রান্না ঘরে বসে পেঁয়াজ রসুন কাটতে হতো। দেশের প্রধানমন্ত্রী কিংবা অবৈধ প্রধানমন্ত্রী হতে পারতেন না। জিয়াউর রহমান সবাইকে নিয়ে রাজনীতি করতেন। তাই শেখ হাসিনার মতো নয়, রাজনীতি করতে হবে জিয়ার মতো।
সম্মেলনে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও সম্মেলনে বক্তব্য দেন।
বেলা সাড়ে ১২টায় সম্মেলন শুরু হলেও সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল অনুষ্ঠানে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন বহন করে সম্মেলনে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে শেখ মজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































