কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমর বাড়ি হাওরে আমি এই বিষয় গুলার সাথে খুব ভালোভাবে পরিচিত এটা শুধু হাওরে নয় সব জায়গাতেই চরাঞ্চল এসব জায়গাতে টিচাররা থাকতে চায় না, এবং তারা শহরে আসতে চায়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা, শুধুমাত্র যদি এটা আমাদের সমস্যা হতো তাহলে এটা আমরা সমাধান করা যেতো, যেমন বদলির বিষয়গুলা ,তদবিরের বিষয়গুলো, কোত্থেকে আসে , উপর থেকে আসে, এগুলো আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা আমরা চেষ্টা করতেছি এই সমস্যাগুলো কাটিয়ে উঠার জন্য। হাওর অঞ্চলের গরীব মানুষদের যখন কাজের অভাব হয়, তখন তারা পুরো পরিবার নিয়ে অন্যস্থানে চলে যায়। তাছাড়া বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশি। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শামসুজ্জামান , এবং এনডিসি পরিচালক(পলিসি এন্ড অপারেশন )কামরুল হাসান, শিক্ষা অধিদপ্তর সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মিজাবে রহমত ।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































