বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—দিনাজপুরের বীরগঞ্জে শনিবার (২৩আগস্ট) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি জনাব মোঃ মন্জুরুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌরসভার আমির মোঃ মোসাদ্দেক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ পৌরসভা শাখার সভাপতি জনাব মোঃ ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করেন, তাহলে আমি বীরগঞ্জ-কাহারোলকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। বীরগঞ্জ চাকাই হাসপাতালকে ২০০ শয্যায় উন্নীত করা হবে এবং নারীসমাজের কল্যাণে একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। স্লুইসগেট এলাকাকে বিনোদনমূলক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ইপিজেডসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































