রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি
আলমগীর মানিক,রাঙামাটি-গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ।
আজ (সোমবার) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এসময় বর্তমান সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত দলটি দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পাহাড়ি নারীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে র্যালিতে অংশ নেন। র্যালিটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাঙ্গামাটির পাহাড়ি-বাঙ্গালি জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































