# Tags

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করে।

মতবিনিময় সভায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সিনিয়র সহ – সভাপতি আব্দুর রব রাজা, সহ- সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ।

সভায় বক্তারা, আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর গুরুত্ব আলোকপাত করেন। এবং আগামী ০৬ সেপ্টেম্বর (শনিবার) খাগড়াছড়িতে অনুষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামা’আত এ সকলের উপস্থিতি কামনা করেন।

শেষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করে।