সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা নিরসনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ৯ দফা ঘোষণা
আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুর্দশা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ৯ দফা দাবী ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।
সোমবার (৯ সেপ্টেম্বর) মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবী উত্থাপন করা হয়।
ঘোষিত ৯ দফা দাবীর মধ্যে রয়েছে, সেনাবাহিনীর তত্বাবধানে হাসপাতাল পরিচালনা করতে হবে। দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের সকল পরীক্ষার মেশিন সামগ্রী চালু করতে হবে। সেই সাথে সকল ঔষধ কোম্পানি প্রতিনিধি ও দালালদের নির্মূল করতে হবে। আউটসোর্সিং এ নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ করতে হবে এবং ফ্যাসিস্ট আমলে দুনীর্তির সাথে জড়িত সকলকে প্রত্যাহার করতে হবে। নারী কেলেঙ্কারির ঘটনা জড়িত ডাঃ হেলিশ রঞ্জনকে অনতিবিলম্বে অপসারণ এবং ধর্ষণ মামলায় গ্রেফতার করতে হবে। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। খাবারের সুষমমান নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে। ছাত্র জনতা ও প্রশাসনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে এবং কমিটি প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ করতে হবে। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সামনে রাস্তা পূর্ণসংস্কার অনতিবিলম্বে করতে হবে। এম্বুলেন্স সিন্ডিকেট উৎখাত করতে হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক ফয়সাল প্রিন্স জানান, চারদিনের অবস্থান কর্মসূচি চলমানকালে আজ সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে আসে এবং আমাদের দাবী মেনে নিয়ে ৭দিনের সময় চেয়েছে। এই ৭দিনের মধ্যে যদি আমাদের দাবী বাস্তবায়ন না হয় তাহলে আমরা কিশোরগঞ্জ ব্লকেড ঘোষনা করবো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূঁইয়া, শামছুর রহমান, সাব্বিরুল হক তন্ময়, ডা. আনাস ইব্রাহিম, অনিক, তামিম ইকবাল, লুবাবা, নোয়া, রৌজা, ছাত্রদল নেতা শেখ মোদারসির, ফুরাদ, ছাত্র অধিকার পরিষদ নেতা ইমন খাঁন, পায়েল চৌধুরী, সালমান সাকিব, ছাত্র জমিয়ত নেতা বরকত উল্লাহ, আশরাফ আলী সুহান, আশরাফুল নাদিম, ইসলামি ছাত্র আন্দোলন নেতা তানভীর আহমেদ, ছাত্র শিবির নেতা হাসান আল মামুনসহ সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































