কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২০ সেপ্টেম্বর
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দলীয় নির্বাচন কমিশন।এদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এ জন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে কমিশন।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আমিনুল ইসলাম রতন, অ্যা্ডভোকেট মো: শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর আলম, এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া, ডাক্তার মো: ইমরান হাসান রকি ও মোকাররম হোসেন শোকরানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়
কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এ জন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং বাছাই, একই দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ। ২০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হবে ।
জেলা বিএনপির ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম জানান, সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































