কুমিল্লার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুর সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :কুমিল্লায় যুবদল নেতা মাহবুব আলী রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দিনাজপুরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) ও আমার দেশ পাঠকমেলা দিনাজপুরের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
দৈনিক আমার দেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মাহাবুবুল হক খান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর সভাপতি সাদকাত আলী খান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, দিপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, এনটিভির সাবেক স্টাফ রিপোর্টার প্রমথেশ শীল, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর ইসলাম রাজু, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুহাম্মদ কামরুজ্জামান, আমার দেশ বিরামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক,আমার দেশ বিরল উপজেলা প্রতিনিধি মো. নাজমুল হক, দৈনিক গনজাগরণের দিনাজপুর প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের দিনাজপুর প্রতিনিধি মো. নূর ইসলাম নয়ন ডেইলি প্রেসেন্ট টাইমসের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ হয়রানিমূলক। এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে এবং সাংবাদিকদের নিরাপত্তাহীন করে তোলে। বক্তারা অবিলম্বে সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































