# Tags

দিনাজপুরে লাইনপাড় এলাকায় ৩২ হাজার টাকা লুট

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর শহরের রেল লাইনের ঘাগড়া লাইনপাড় এলাকায় দিনের বেলা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায়, দিনাজপুর ফুলবাড়ীর পশ্চিম গৌরীপাড়া এলাকার মৃত আমিরুল ইসলাম এর পুত্র ভুক্তভোগী এস এম আব্দুল্যাহ আখতারুজ্জামান (৫৫) দিনাজপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন সকালে তিনি রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাওয়ার হাউজ সংলগ্ন ঘাগড়া লাইনপাড় এলাকায় পৌঁছালে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী অতর্কিতে তার পথরোধ করে। তারা গলায় ধারালো চাকু ধরে গালিগালাজ করতে থাকে এবং শোরগোল করলে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেছেন, তিনি ভয় পেয়ে চুপ থাকলেও ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে বাধ্য করে। ঘটনার পর তিনি পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ছিনতাইকৃত অর্থ উদ্ধার সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।
স্থানীয়রা বলছেন, রেল লাইন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। তারা দ্রুত এ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

 

দিনাজপুরে লাইনপাড় এলাকায় ৩২ হাজার টাকা লুট

আমরা চাই কলম বই হাতে নিয়ে, বাংলাদেশ