দিনাজপুরে রেলওয়ের পরিত্যক্ত কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরি
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত রেলওয়ের পুরাতন লোহার ব্রিজ (কাঞ্চন ব্রিজ) হিসেবে পরিচিত, ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন ব্রিজটি পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পুরাতন ব্রিজের প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। ৫০ টাকা কেজি হিসাবে এই লোহাগুলোর বাজারমূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।
পরিদর্শনে দেখা গেছে, পুরাতন ব্রিজের মাঝের অংশে স্লিপার ও লোহার অংশ নেই। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, এসব লোহা চুরি হয়ে গেছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে একে অপরের দিকে দায়িত্ব ঠেলে দিচ্ছেন। সচেতন মহল বলছে, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণেই সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দারা নির্মাণকৃত নতুন ব্রিজ থেকে চুরি হওয়া ১১টি রেললাইনের ইআরসি ক্লিপসহ নাহিদ ইসলাম (২০) নামের এক যুবককে দিনাজপুর রেলওয়ে (জিআরপি) থানায় সোপর্দ করেন। এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলা নং-০১, তাং-১৬/০৯/২০২৫ দায়ের করা হয়েছে।
দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হাসান জানান, একজন চোরকে আটক করা হয়েছে। ২০১৭ সাল থেকে চলমান ২০০ টন লোহা চুরির বিষয়ে জানতে চাইলে তিনি আইওডাব্লিউ কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে বলেন। তবে সাইফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য এড়িয়ে যান।
লালমনিরহাট বিভাগীয় কর্মকর্তা (ডি.ই.এন.) মোঃ শিপন বলেন, “আমি মাত্র তিন মাস আগে দায়িত্ব নিয়েছি। আজ একজন চোর ধরা পড়েছে, বিষয়টি জেনেছি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত লোহা চুরির ব্যাপারে আমি অবগত নই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































