কালীগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে সড়ক ও খাল পরিষ্কার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সড়ক ও খাল পরিষ্কার অভিযানের আয়োজন করেছেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত তার নেতৃত্বে কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দেওপাড়া থেকে বাঘেরপাড়া পর্যন্ত রাস্তার দুই পাশের ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়।
শুধু সড়ক নয়, পাশাপাশি এলাকার দীর্ঘদিনের ভোগান্তির একটি খালও পরিষ্কার করা হয়। খালটি উত্তর ও দক্ষিণ চৈতারপাড়া এবং বাঘেরপাড়া হয়ে পশ্চিম দিকে বেলাই বিলের সঙ্গে সংযুক্ত। দীর্ঘদিন অপরিষ্কার ও জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয়রা খালটির কারণে নানা সমস্যায় ভুগছিলেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কর্মসূচিতে স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
স্থানীয়রা জানায়, এই উদ্যোগে সড়ক ও খাল দু’টিই যেমন নতুন রূপ পেয়েছে, তেমনি সামাজিক সম্প্রীতিও আরও দৃঢ় হয়েছে।
এ সময় বিএনপি নেতা শফিকুল ইসলাম বলেন, “জননেতা ফজলুল হক মিলন ভাইয়ের নির্দেশে আমরা এলাকার জনসেবামূলক কাজে অংশ নিচ্ছি। রাস্তার পাশের জঙ্গল ও খাল পরিষ্কার হওয়ার ফলে চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরবে, খাল দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশও সুন্দর থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক দায়িত্ব শুধু দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোই মূল কাজ। এলাকাবাসীর সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































