# Tags

নাটোরে তিনদিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু 

নাটোর জেলা প্রতিনিধি -৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার তিনদিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু। আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরে জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে খেলার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি জান্নাআরা ফেরদৌস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান , জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জায়েদুর রহমান ,নাটোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা: নাজনীন সুলতানা, সহকারী কমিশনার রাশেদুজ্জামান, সহকারী কমিশনার রাশেদুল ইসলাম সহ স্কুল ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী ফুটবল,সাতার কাবাডী, দাবা,হ্যান্ডবোল প্রতিযোগিতা ৭ টি উপজেলা শিক্ষার্থীদের উভয় বিজয়ী দল নাটোর জেলায় ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ তারিখে এই খেলার সমাপনী হবে।