কালীগঞ্জে প্রবাসী বিনিয়োগ ও রেমিট্যান্সের কার্যকর ব্যবহারে জ্ঞান বিনিময় সেমিনার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-প্রবাসী আয়কে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অফ রেমিট্যান্স” শীর্ষক জ্ঞান বিনিময় সেমিনার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারের যৌথ উদ্যোগ নেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU) ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ এবং বাজেট) ড. এ. টি. এম. মাহবুব-উল করিম। উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডায়াসপোরা প্রকল্পের ডিপিডি শরিফুল ইসলাম।
সেমিনারে সরকারি কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এ আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পিত বিনিয়োগ, প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবার নয়, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই রেমিট্যান্সকে সঞ্চয় ও বিনিয়োগমুখী খাতে ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ আরও মজবুত করা সম্ভব।
###













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































