# Tags

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে পৌর এলাকার কমলপুর উপজেলার দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব শাখার আমির ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. কবির হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে দূর্জয় মোড় মসজিদের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল মতিন, নায়েবে আমির মাওলানা মো. মাহাবুব উল্লাহ মুছা, বাইতুল মাল সম্পাদক মো. আজিজুল হক, ভৈরব পৌর শাখার আমির মো. শাহজাহান সরকার, সেক্রেটারি মো. হাবিবুর রহমান মিটু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ।