হ্যাকার স্বামী-শাশুড়ির নির্যাতনে স্ত্রী-সন্তান গৃহবন্দি, ৯৯৯-এ ফোনে উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর (খানপাড়া) গ্রামের নিজাম উদ্দিনের ছোট মেয়ে নিতু খাতুন (২৮) তার স্বামী ও শাশুড়ির অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন।
নির্যাতনের পর তাকে সন্তানসহ বাসায় তালাবদ্ধ করে রাখা হয়। পরে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুকে উদ্ধার করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, দুই বছর আগে পারিবারিকভাবে নিতুর বিয়ে হয় বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর আটকরিয়া বালুয়া বাজারের মৃত আব্দুল মান্নান মন্ডলের ছেলে রকিবুল বারি রকিব -এর সঙ্গে বিবাহের কিছুদিনের মধ্যেই শুরু হয় যৌতুকের দাবিতে শাশুড়ি ফাতেমা বেগম ও স্বামীর অমানবিক নির্যাতন।
বিয়ের পরদিনই দেনমোহরের গহনা ছিনিয়ে নেয় শাশুড়ি। যৌতুকের দাবিতে নির্যাতন বাড়তে থাকায় নিতু পেশাগত কারণে স্বামীকে নিয়ে ঢাকায় চলে যান। সেখানে তিনি ল্যাবএইড হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু বেকার স্বামী রকিবুল বারি রকিব, নিয়মিত স্ত্রীর আয়ে চোখ রাখতেন এবং প্রায়ই টাকার জন্য মারধর করতেন।
গর্ভাবস্থার ছয় মাসে শাশুড়ি ঢাকায় গিয়ে পুনরায় যৌতুকের দাবি জানালে নিতু অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী-শাশুড়ি মিলে তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। পরের দিন নিতু অফিসে যাওয়ার পর, সুযোগ বুঝে রকিবুল বারি রকিব ও তার মা ফাতেমা বেগম বাসার সব আসবাবপত্র গোপনে সরিয়ে নেয় এবং মিতুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এরপর প্রায় এক বছর তিন মাসের মাথায় নিতুর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। কিন্তু সেই শিশুর জন্মের পরও স্বামী রকিবুল বারি রকিব কোনো খোঁজ নেননি, দেননি এক টাকাও ভরণপোষণ। সম্প্রতি গত ২০ অক্টোবর, হঠাৎ রকিবুল বারি রকিব গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়িতে উপস্থিত হয়ে ক্ষমা চেয়ে নতুন করে সংসার শুরু করার আশ্বাস দেন। পরদিন ২১ অক্টোবর নিতু, তার সন্তান ও শাশুড়িকে নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়ায় রজনীগন্ধা ফ্ল্যাটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন।
কিন্তু কিছুদিনের মধ্যেই নিতু বুঝতে পারেন, তার স্বামী রকিবুল বারি রকিব হ্যাকিং ও অবৈধ অনলাইন কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে রকিবুল বারি রকিব- নিতুর ওপর আবারও নৃশংস নির্যাতন চালান এবং সন্তানসহ তাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। অবশেষে অসহায় নিতু ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে মা ও শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ভুক্তভোগী মিতু জানান, “আমি প্রতিনিয়ত মৃত্যুভয়ে দিন কাটাচ্ছিলাম। পুলিশ না এলে হয়তো আমি আর বাঁচতাম না। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রকিবুল বারি রকিব ইসলাম বর্তমানে পলাতক। পুলিশ বলছে, তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































