পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে
মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার-ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । সহকারী কমিশনার ভুমি, এ এন ইশফাকুল কবীর তিনি তার বক্তব্যে বলেন, সমবায় জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অপরিসীম। তিনি সমবায় আন্দোলনের সাথে যুক্ত সকল সদস্যদের প্রতি সম্মান জানান এবং তাদের সাফল্যের প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম । সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা । অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ ও প্রমুখ













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































