দৌলতপুরে অভাবের কারনে আড়াই বছরের শিশুকে হত্যা পরে মায়ের আত্মহত্যা
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে আড়াই বছরের শিশু কন্যা লামিয়া খাতুনকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মা নিজেই আত্মহত্যা করেছেন।এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছেন। পুলিশ ও পরিবার সুত্রে জানাযায় উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ইনসাফ নগর গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৩) সন্তান কে রেখে ২ বৎর আগে কুয়েতে পাড়ি জমান। তবে প্রবাসে যাওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে সংসার চালানোর জন্য টাকা পাঠাতে পারছিলেন না। এতে সংসারে অভাব-অনটন দেখা দেয়। এদিকে গত দুই সপ্তাহ ধরে আড়াই বৎসরে শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে অর্থের অভাবে চিকিৎসা করতে পারেনি।স্বামী রহিদুল কে বলেও কোন কাজ হয়নি। অসুস্থ মেয়ের কষ্ট দেখে সইতে না পেরে গত বৃহস্পতিবার সন্ধা ৭’৩০ মিনিটে নিজ ঘরের দরজা বন্ধ করে প্রথম অসুস্থ মেয়ে কে হত্যা করে পরে ঘরের ডাপের সাথে উড়না পিছিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোক জন ঘরের দরজা বন্ধ দেখে এগিয়ে যেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতে না পেরে পরে লোকজন ডেকে দরজা ভেঙে রেসমার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ২ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানায অপমৃত্যু মামলা দায়ের করে। পরে দিন সকালে দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































