দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায় -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, সাধারণ মানুষ এত কিছু বুঝে না, তারা শুধু ভোট দিতে চায়।
রোববার ০৯ নভেম্বর দুপুরে সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা কথা ও কাজে বিশ্বাস করি মুনাফিকিতে বিশ্বাস করিনা।
এ সময় মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট গণহত্যা হয়েছে। ১৯৭১ সালেও গণহত্যা হয়েছিল। দুইটির মধ্যে পার্থক্য হল একাত্তরে পাকিস্তানিরা এদেশের কিছু লোক নিয়ে গণহত্যা চালিয়েছিল। এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে গণহত্যা চালিয়েছে।
মহাসচিব বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়। এ কারণে সাধারণ মানুষের কষ্ট বুঝেনা। কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পায় না। শাকসবজির দাম পায় না। হিমাগারে আলু অবিকৃত পড়ে রয়েছে। ফসল আবাদের জন্য কৃষক প্রয়োজনীয় সার পায় না। বিএনপি গেলে সমস্ত সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে তেল, চাল, ডাল, ক্রয় করতে পারবে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। যে কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের নায্য অধিকার ফিরে পাবে।
বিএনপি মহাসচিব বলেন আরও বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝেনা ৷ এসব বুঝে শিক্ষিত মানুষেরা। আমরা সব সংস্কারে রাজি আছি৷ যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।
এ সময় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































