বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য ও বঞ্চিত সকল প্রভাষকরা নাটোরে পদোন্নতির জিও জারীর দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি-বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য ও বঞ্চিত সকল প্রভাষকের (৩২ তম থেকে ৩৭ তম ব্যাচ) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারীর দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। আজ রবিবার দুপুরে এন এস সরকারি কলেজ চত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অংশনেয় এন এস সরকারি কলেজ ও রানী ভবানী সরকারী মহিলা কলেজ শিক্ষকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এন এস সরকারি কলেজ অর্থনীতি বিভাগের ৩৩ তম বিসিএস এর প্রভাষক মোঃ মঞ্জুরুল হক ,৩৪ তম বিসিএস মোঃ মাহমুদ হাসান, এনামুল হক,৩৫তম বিসিএস এর মোঃ আনিছুর রহমান, মোছাঃ শারমিন আক্তার,৩৬ তম বিসিএস এর মোঃ রেজাউল করিম ও ৩৭ তম বিসিএস এর মোঃ নাজিম উদ্দিন সহ এন এস ও রানী ভবানী সরকারী কলেজের প্রভাষকরা।
বক্তব্য বলেন, আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ তম ব্যাচ থেকে ৩৭ তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের অনতিবিলম্বে পদোন্নতি দাবি করছি।সরকার ইচ্ছে করলেই আমাদের পদোন্নতি দিতে পারে। এজন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা ও যথেষ্ট সদিচ্ছা থাকা, কেননা পদোন্নতিযোগ্যদের তালিকা থাকা ৩৫ ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের সরকারের কোন আর্থিক সংশ্লেষ থাকছে না। অর্থাৎ বেতন কাঠামোতে কোন পরিবর্তন হচ্ছে না সরকারের কোন আর্থিক খরচ ছাড়াই পরিণতি পেতে পারে এসব ব্যাচের কর্মকর্তারা।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































