# Tags

ময়মনসিংহ সদর উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড ও উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের জন্য অগ্রাধিকার তালিকা প্রণয়নে “উন্মুক্ত লটারী কার্যক্রম” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ লটারী কার্যক্রমে অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. ফারজানা হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদি হাসান তরফদার ও কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার।

উপজেলা কৃষি অফিসার জানান, উন্মুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত এ লটারীর মাধ্যমে ৯০০ জন কৃষককে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার এবং আরও ২ হাজার ৩০০ জন কৃষককে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হবে।

অংশগ্রহণকারী কৃষকদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে লটারী পদ্ধতিতে তালিকা প্রণয়ন সম্পন্ন হয়।