# Tags

দিনাজপুরে ইজিবাইক-বাসের মুখোমুখি সংঘর্ষে শেষ হলো এক পরিবারের সব হাসি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : আবারোও ঘাতক বাসের তাণ্ডব, পথে ঝরলো ৫টি তাজা প্রাণ! শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-দশমাইল সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সদস্যের ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়েছে।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান নিশ্চিত করেছেন, এদিন দুপুর দুইটার দিকে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি বহনকারী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে চাপা দেয়। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, মিনিবাসের চাপায় ইজিবাইকটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকের চালকসহ ভেতরে থাকা একই পরিবারের পাঁচজন সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এই ভয়াবহ দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনের এই সড়কটি প্রায়শই দ্রুতগামী যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের দাবি, রাস্তাঘাটে যানবাহনের গতির প্রতি নজরদারি আরও কঠোর করা হোক।

ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘাতক বাস এবং এর চালককে আটকের চেষ্টা চলছে।