৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীত অনুষ্ঠিত
হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:ঢাকায় বিভাগীয় ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় রানার আপদের সম্মাননা প্রদান করেছে টাঙ্গাইলের ধনবাড়ী স্পোর্টস লাভার এসোসিয়েশন। শনিবার(২২ নভেম্বর) দুপুরে ধনবাড়ীর জমিদার বাড়ীর মেলার মাঠে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা ক্রেস্ট তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ¦ ফকির মাহবুব আনাম স্বপন।
এসময় বক্তব্য দেন, ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতাওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ, স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বতসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে অধ্যাবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার কোন বিকল্প নেই। সেই সাথে তরুণদের মাদক থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপি’ যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































