# Tags

খাগড়াছড়িতে সনাতনীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ধানের শীষে প্রতীকের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর, ২০২৫ ইং) সন্ধ্যায় খাগড়াছড়ি কলাবাগান মনোনীত প্রার্থীর বাসভবন সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, খাগড়াছড়ি ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি বিএনপির এয়োদশ সংসদ পদপ্রার্থী ওয়াদূদ ভুইয়া।

এসময় তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান সবসময় সকল সম্প্রদায়ের কথা ভাবতেন। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে পূর্বেও পাহাড়ের আনাচে কানাচে মঠ মন্দির, মসজিদ, রাস্তাঘাটের উন্নয়ন করেছি। কিন্তু বিগত সরকার আপনাদের আবেক নিয়ে খেলেছে। উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ করেছে তারা। আপনাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে ব্যস্ত রেখে ছিলেন তারা। আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার ও নেতাকর্মীরা পালাতে বাধ্য হয়েছে।

আজকে আপনাদের সাথে মতবিনিময় করার একটাই উদ্দেশ্য পাহাড়ের উন্নয়নে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। একই সাথে আসন্ন সাংসদ নির্বাচনে পাহাড়ের উন্নয়নে কাজ করার জন্য ধানের শীষ প্রতীকের ভোট চান তিনি।

মতবিনিময় সভায় সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ এর সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ির ৯ উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।