পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে এক দিনের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ ইউনিট অফিস পঞ্চগড়ের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ ও সামসউদ্দীন চৌধুরী কালাম। সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মো. আতিকুর রহমান আতিক, সিএম নার্গিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওই প্রশিক্ষণে সাংবাদিকতার মূলনীতি ও নীতি শাস্ত্র, তথ্য সংগ্রহ ও যাচাই করন, সংবাদ লেখা ও সম্পাদনা, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার আইন সহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা থেকে ২৫ জন যুব ফোরাম সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করে। #












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































