# Tags

কালীগঞ্জে ‘খেলার জগৎ’ মডেলের অগ্রগতি: সরকারি কর্মকর্তাদের সঙ্গে ব্র্যাকের মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালীগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে শিক্ষা উন্নয়ন মডেল “খেলার জগৎ” বাস্তবায়ন বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শিশুদের প্রারম্ভিক শিক্ষায় খেলাধুলাভিত্তিক শেখার ধারণাকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতা, অ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এই তিন সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষা অফিস, সমাজসেবা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে গাজীপুর জেলা কো-অর্ডিনেটর মো. আবু জাফর, ম্যানেজার মো. মজিবুর রহমান, কালীগঞ্জ উপজেলার প্রোগ্রাম অরগানাইজার স্বপন কুমার বর্মন, সিনিয়র প্যারা কাউন্সেলর শান্তি রানী উপস্থিত ছিলেন।
###