চকরিয়ায় জমির বিরোধের জের ধরে হামলায় ৪ নারী-পুরুষ আহত
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি.কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া ৫ নং ওয়ার্ডে জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ নারী-পুরুষ আহত হয়েছে। এদের মধ্যে আবদুল মালেক (৫৩) গুরুতর আহত হওয়ার কারণে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি ওই এলাকার মরহুম আবদু শুক্কুরের পুত্র।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ভুক্তভোগী আবদুল মালেক জানান, দীর্ঘ ৪৮ বছর ধরে পৈত্রিক ভারে ও দানপত্র মূলে প্রাপ্ত ঘুনিয়া মৌজার বিএস ৪১ খতিয়ানের ৩৫৮ সৃজিত খতিয়ান ৬১২ এর অধিন ৩৯ শতক জায়গার চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ ওই এলাকার পেঠানের পুত্র আবদুল করিম ও মৃত আক্কাস আহমদের পুত্র জাফর আলমের নেতৃত্বে ৭/৮ জনের একদল ভুমিদস্যু এ হামলার ঘটনা করে।
এদের হামলায় তিনি (আবদুল মালেক) তার স্ত্রী আনোয়ারা (৪০) ছোট ভাই আবদুল হাফিজের স্ত্রী পারভীন আক্তার (৩০) ও আবদুল হাফেজের পুত্র রকিবুল ইসলাম (১৮) তাদের মারধরে গুরুতর আহত হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনা স্থল থেকে গিয়ে ভূমিদস্যুদের উদ্ধার করে চকরিয়া উপজেলার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা করেন এবং গুরুতর আহত আবদুল মালেককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।
আহতের ছোট ভাই আবদুল হাফিজ জানান, ভূমিদস্যুদের উক্ত জমিতে কোন ধরনের স্বত্ব দখল নেই। ওরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অযুহাতে তাদের সাথে বিরোধ সৃষ্টি করে আসচ্ছে। এনিয়ে আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, ভূমিদস্যুরা বিভিন্ন ভাবে হুমকি ধমকির পর গতকাল তার বড় ভাই, ভাবি, তার স্ত্রী পুত্রের উপর হামলা করে আহত করে জমি দখলের চেষ্টা করছে। এসময় ভূমিদস্যুরা তার স্ত্রী ও ভাবির স্বর্ণালংকার ও ভাই এর পকেটে থাকা নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া ভূমিদস্যুরা মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে।
ঘটনার বিষয়ে মামলা দায়ের করবেন বলে জানান আহত আবদুল মালেক।
এ ব্যাপারে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী করছেন।
বর্তমানে ভূমিদস্যুদের হুমকির কারণে ভুক্তভোগী পরিবারের লোকজন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ##













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































