রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২ আহত-১
আলমগীর মানিক,রাঙামাটি-রাতের অন্ধকারে কাঠ বোঝাই পিকআফ ভ্যান দূর্ঘটনায় অন্তত দুুই ব্যক্তি মারাগেছে। রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন আসামবস্তি টু কাপ্তাই সড়কের কামিয়াছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন; সাদেক চাকমা ও মিলন চাকমা।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন মুঠোফোনে প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আনুমানিক ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন; মগবান ইউনিয়নের ৪নং ওয়াের্ডের কামিলাছড়ির বাসিন্দা (১) সাদেক চাকমা (৩৮), ও (২) মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছে। হতাহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানিয়েছেন, রাতের বেলায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে; ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।
এদিকে দুর্ঘটনার পরপরই মিনি পিকআপটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































