# Tags

নাটোরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অনশন ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি-নাটোরে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সরকারি কর্মচারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনমান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

অনশন ও মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী স্কেল বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম, নাটোর জেলা সভাপতি এস এম সেলিম পারভেজ এবং সাধারণ সম্পাদক মোঃ নবীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

এ সময় তারা সরকারের প্রতি অবিলম্বে নতুন পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান।

নাটোরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অনশন ও মানববন্ধন

রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে

নাটোরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অনশন ও মানববন্ধন

নাটোরে সাবেক এমপি সাবেক মন্ত্রী এ্যাডঃ এম