# Tags

দিনাজপুরে জিমন্যাস্টদের মাঝে কম্বল বিতরণ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া জিমন্যাস্টিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জামিল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও মানবিক সহায়তায় বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জিমনেশিয়াম প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে শীতকালীন দুর্ভোগে থাকা ২৫ জন নিয়মিত জিমন্যাস্টিক শিক্ষার্থীর হাতে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। অনুশীলনের সময় শিক্ষার্থীদের শীতজনিত কষ্ট লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কোচ মোঃ আসাদুজ্জামান লিমন, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আসলাম হোসেন হাবিবুর রহমান জামিলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তীব্র শীতে কোমলমতি শিশুরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। খেলাধুলার প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি এই মানবিক মমত্ববোধ আমাদের জন্য এক বড় শিক্ষা। হাবিবুর রহমান জামিল সাহেবের এই সহায়তা শিক্ষার্থীদের অনুশীলনে আরও আগ্রহী করে তুলবে।
উপস্থিত কোচ ও আয়োজকরা আরও উল্লেখ করেন, খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে, তেমনি এ ধরনের সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি করে। সমাজের বিত্তবানদের প্রতি শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁরা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে শীতের এই কঠিন সময়ে এমন উপহার পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয় অভিভাবকরা ফেডারেশনের সাধারণ সম্পাদকের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

দিনাজপুরে জিমন্যাস্টদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে জিমন্যাস্টদের মাঝে কম্বল বিতরণ