পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক বিলুপ্তির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন; কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। সোশাল মিডিয়ায় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির ঘোষনা দিয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরস্ত মধুপুরে এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় ইউনাইটে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরন সহ আরও নানা ধরনের অনৈতিক কাজে সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত ২০/২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।
এসময় তিনি আরো বলেন, “বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম শ্যামল কান্তি চাকমা (তরু) তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহন করেন। এবং তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয় যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক। সেখানে ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত করার মত একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষনাও দেয়া হয়।”
সোশাল মিডিয়ায় প্রচারিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির বিজ্ঞপ্তি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অমল কান্তি চাকমা বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতিত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষনা একেবারেই অবান্তর। আমরা এ ঘোষনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতই চলবে। একই সাথে তাদের দলে সশস্ত্র গ্রুপ থাকার অভিযোগও অস্বীকার করেন।
সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) চলে যাওয়ায় দলে তেমন কোন প্রভাব পড়বেনা। দলীয় কার্যক্রম পূর্বের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চালু থাকবে। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহ-সভাপতি সমীরণ চাকমা।
নির্বাচন প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা কোন প্রার্থীকে সমর্থন দিচ্ছিনা। জনগণের বিবেচনাকে প্রাধান্য দেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপিডিএফের (গণতান্ত্রিক) সহ-সভাপতি সমীরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম পেসবুকে ইউপিডিএফ গণতান্ত্রিক বিলুপ্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয় যা ব্যাপকভাবে আলোচিত হয়।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































