যশোরের শার্শায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার
বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
মঙ্গলবার (৩১শে অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রাম থেকে এ তিনটি বোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তুু দেখে ৯৯৯ নাম্বারে খবর দেয়। পরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































