ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থক ও ভালুকা উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে রবিবার বিকালে(২০ জুলাই) সারাদেশে নৈরাজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে ষরযন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ভালুকা সরকারি কলেজ এলাকা হতে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক সহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবাহক রুহুল আমীন মাসুদ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন-আহবাহক গোলজার হোসেন,পৌর বিএনপির যুগ্ন-আহবাহক আহসান উল্লাহ খান রুবেল,ভালুকা পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিকদল,কৃষকদল,তাতীদল,মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































