# Tags

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতের ১ লক্ষ টাকাজরিমানাসহ ৪ জনকে সাজা প্রদান

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ১ লক্ষ টাকা জরিমানাসহ ৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৩জনকে মুছলেকা নিয়ে পরিবাবের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়ার মৃত সুরুজ মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (৪৭), অষ্টঘরিয়া গ্রামের চান মিয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৫), গণেরগাঁও গ্রামের চন্দন সূত্রধরের ছেলে পাপন সূত্রধর (১৯) এবং পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের শরীফ উদ্দিনের ছেলে মো. হোসেন মিয়া (১৯), অপর আটক ৩ তরুণীকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম এর নির্দেশে উপজেলার আচমিতা ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত রিলাক্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩ তরুণীসহ ৬জনকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। তারমধ্যে শফিকুল ইসলামকে তিন মাসের এবং মোঃ হোসেন মিয়া ও পাপনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং আটককৃত অপর ৩ তরুণীকে পরিবারের লোকজনের কাছ থেকে মুছলেকা নিয়ে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে পৃথক আরও একটি অভিযানে আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়ার মাদক কারবারী আনোয়ার হোসেনকে মাদকসহ আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ১ লক্ষ টাকা অনাদায়ে আরও ৯০দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা সংবাদ মাধ্যমকে বলেন, পৃথক পৃথক ভাবে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে একজন মাদক কারবারী ও তিনজনকে অসামাজিক, অনৈতিক কাজের সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানাসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং ৩ তরুণীকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম জানান, রিলাক্স রেস্টুরেন্টে অনৈতিক কার্যকলাপ সংগঠিত হওয়ার একটি অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে অনৈতিক অসামাজিক কর্মকাণ্ডের সময় ৬ জনকে আটক করা হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক পালিয়ে যায়। ভবনের ভেতরে অনৈতিক কাজের জন্য ছোট ছোট আলাদা আলাদা কক্ষও পাওয়া গেছে। রেস্টুরেন্টটি আমরা বন্ধ করে দিয়েছি। আরেক অভিযানে মাদক কারবারী আনোয়ারকে এক বছরের সাজা এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েচে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আদালত কে সহযোগিতা করেন উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার এসআই সুলতানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ।