গাজায় ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালীগঞ্জে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইযরায়েলী নৃশংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পথসভায় মিলিত হয়।
এছাড়াও গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একই দিন দুপুরে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, একই দিন উপজেলা জামায়েতের আয়োজনে কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে আরো একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এছাড়াও কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সকল ধর্মপ্রাণ মুসল্লীরা স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































