তালায় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচী
শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় কর্মসূচীর আংশ হিসেবে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচী পালিত হয়।
প্রস্তাবিত দাবি সমূহঃ ১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্মাতক বা সমমান করে ১৪ তম গ্রেড প্রদান, ২. ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতরকণ, ৩. পদন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকারণ, ৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শদের অভিজ্ঞতার আলোকে স্মাতক পাশ স্কেলে আত্মীকরণ করতে হবে, ৫. বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূনঃনিধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে ও ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যপরিদর্শক বা স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দিতে হবে।
বাংলাদেশ হেলথ এ্যসিস্টান্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান মিশু, ফতেমা খান সেতু ও মোঃ আরশাদ আলী।
এসময় বক্তরা বলেন, আমাদের পরিশ্রমের ফলে বাংলাদেশ ভ্যাকসিন হিরো উপাধীতে ভূষিত হয়েছে। সরকারী অন্যান্য দপ্তরে ১৯ তম গ্রেডে যোগদান করেও পদন্নতি পেয়ে ১০ গ্রেডের আর্ন্তভূক্ত হয়েছেন অথচ ১৬ গ্রেডে যোগদান করেও আমাদের কোনো পদন্নতি হয়নি। সরকারী পশু সম্পদ অধিদপ্তরের টেকনিশিয়ারা প্রশিক্ষণ পেয়ে পশুদের ভ্যাকসিন দেয় অথচ আমরা মানুষের ভ্যাকসিন দিলেও আমাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয় না। অনতিবিলম্বে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা যোক্তিক দাবি মেনে নিয়ে মাঠপর্যায়ে কাজে সার্বিক সহযোগীতার দাবি জানান তারা।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































